নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রিয়াল মাদ্রিদে থাকার ইচ্ছাটা গত সপ্তাহেই জানিয়েছিলেন জিনেদিন জিদান, তবে সাথে একটা ‘যদি’ জুড়ে দিয়ে। সেই ‘যদি’টা কি, তা আলাদাভাবে না বললেও চলে। আজ চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ জুভেন্টাস। ম্যাচের আগে তাই আবারো আলোচনার টেবিল সরগম বার্নাব্যুতে জিদানের ভবিষ্যত নিয়ে।
প্রথম লেগের এই ম্যাচটিতে অনুষ্ঠিত হবে তুরিনে, জুভেন্টাসের মাঠে। যে মাঠ একসময় অতি আপন ছিল জিদানের। এখান থেকেই ২০০১ সালে নাম লেখান রিয়ালে। চেয়ার ঠিক রাখতে সাবেক ক্লাবই তাই এখন মূল ছ্যালেঞ্জ ‘জিজু’র জন্য। লা লিগার আশা বলতে গেলে শেষ। কোপা ডেল রে’ থেকেও গ্যালাকটিকোরা বিদায় নিয়েছে শেষ ষোল থেকে। মৌসুমে এই একটিমাত্র শিরোপাই জীবিত আছে এখন ফরাসি কোচের সামনে।
মাদ্রিদের আবহও কিন্তু অনেকটা তাদেরই পক্ষেই কথা বলছে। শেষ ১১টি ম্যাচের ১০টিতেই জয়। এর মধ্যে শেষ ষোল থেকে পিএসজিকে বিদায় করার ম্যাচটিও রয়েছে। এই সময়ের মধ্যে পুরো দল মিলে করেছেন সর্বমোট ৩৬টি গোল। গড়ে যা প্রতি ম্যাচে এসেছে তিনটির কিছু বেশী। দলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও আছেন দুর্দান্ত ফর্মে। রিয়াল ফরোয়ার্ড লুকাস ভাসকুয়েজ তাই বলেন, ‘ম্যাচটা খুব ভাল সময়ে আমাদের কাছে এসেছে। গত কয়েক মাসে আমরা বেশ ছন্দে আছি। ভাল খেলে অনেক গোল আদায় করতে পেরেছি। এটা সত্যিই আমাদের জন্য দারুন মুহূর্ত। আর এখন এই পরিস্থিতি থেকে পুরো সুবিধা আমরা নিতে চাই।’
গত বছর চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় ও লিগ শিরোপা জয় সত্তে¡ও জিদান রিয়ালের প্রত্যাশা অনুযায়ী নিজের অবস্থান শক্ত করতে পারেননি। ম্যানেজার হিসেবে এটাই তার প্রথম তুরিন সফর। ২০০৫ সালে সর্বশেষ খেলোয়াড় হিসেবে তিনি তুরিনে এসেছিলেন। চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র ঐ ম্যাচে রিয়াল ২-০ গোলে হেরেছিল। ঐ সময় জুভেন্টাসের ম্যানেজার ছিলেন ফ্যাবিও ক্যাপেলো। রিয়ালের ঐ দলটিতে ছিলেন ডেভিড বেকহ্যাম, রোনাল্ডো, থমাস গ্রাভেসেনের মত তারকারা। ১৩ বছর পরে একমাত্র খেলোয়াড় হিসেবে আবারো এই দুই দলের দ্বৈরথের সাক্ষী হতে যাচ্ছেন অভিজ্ঞ গোলরক্ষক গিয়ানলুইজি বুফন।
এবারের দল দুটির আলাদাভাবে কোন পরিচয় দেয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। গেল বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসকে হারিয়েই টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল রিয়াল। শেষ তিন আসরে দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেও ব্যর্থ হয় বুফনের জুভেন্টাস। ফুটবলের সম্ভব্য সব বড় শিরোপার মধ্যে একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা সেবারও হাতছাড়া হয় বুফনের। তবে দুদলের লড়াইয়ে রিয়ালের ৮-৯ ব্যবধানে এগিয়ে থাকার রেকর্ডও কিন্তু জুভেন্টাসের শক্তিমত্তার জানান দেয়।
জিদানের মাথায় পাহাড়সম চাপ থাকলেও প্রস্তুত তার পুরো শিবির। শনিবার লাস পালমাসের বিপক্ষে পিঠের সমস্যার কারনে খেলতে না পারলেও পরশু দলের সাথে অনুশীলন করেছেন ইসকো। গত সপ্তাহে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের হয়ে হ্যাটট্রিক করার আত্মবিশ্বাসতো রয়েছেই এই মিডফিল্ডারের। এদিকে লাস পালমাসের বিপক্ষে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন বেল। ৩-০ গোলের জয়ের ম্যাচে ওয়েলস তারকা করেন জোড়া গোল। আর আন্তর্জাতিক বিরতির পর লাস পালমাস ম্যাচেও বিশ্রামে থেকে শক্তি সঞ্চয় করেছেন রোনালদো।জুভাদের বিপক্ষে তার রেকর্ডটাও মন্দ না, ৫ ম্যাচে ৭ গোল।
সেই হিসেবে জুভেন্টাসের জন্য এটা প্রতিশোধের সুযোগও হতে পারে। শেষ ১৬’তে টটেনহ্যামকে বিদায় করা জুভরাও রয়েছে দারুন ছন্দে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন হুয়ান কুয়াড্রাডো ও গিওর্গিও চিয়েলিনি। হিগুয়েইন-দিবালার মত ভয়ঙ্কর স্ট্রাইকাররা তো আছেনই। তবে নিষেধাজ্ঞার কাঠগড়ায় ডিফেন্ডার মেধি বেনাতিয়া ও মিডফিল্ডার মিরালেম জনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।