Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় বিভাগ লিগে নিষিদ্ধ ও জরিমানা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 রেফারির সঙ্গে অশোভন আচরনের দায়ে নিষিদ্ধ হয়েছেন এবং জরিমানা গুনতে হয়েছে দু’ক্লাবের কোচ ও ম্যানেজারকে। গতকাল তৃতীয় বিভাগ ফুটবল লিগের ডিসিপ্লিনারি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ২৮ মার্চ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টাঙ্গাইল ফুটবল একাডেমির বিপক্ষে ম্যাচে দর্শকদের উত্তেজিত করে রেফারিকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে যাত্রাবাড়ি ঝটিকা সংসদের কোচ রেজাউল হক জামালের বিরুদ্ধে। শৃংখলা ভঙ্গের দায়ে তাকে তিন ম্যাচের জন্য অবাঞ্ছিত ঘোষনা এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরদিন একই মাঠে দিপালী যুব সংঘের বিপক্ষে খেলায় দি মুসলিম ইনষ্টিটিউটের ম্যানেজার মোবারক হোসেন রেফারিকে গালাগাল করায় এবং তেড়ে যাওয়ায় দু’ম্যাচের জন্য অবাঞ্চিত ঘোষনা করা হয়। সেই সঙ্গে দু’হাজার টাকা জরিমানা করা হয় তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৃতীয় বিভাগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ