মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে দ্য শিডিউলড কাস্ট অ্যান্ড দ্য শিডিউলড ট্রাইবস প্রিভেনশন অব অ্যাট্রোসিটিজ অ্যাক্ট (তফশিলি জাতি-উপজাতি সংরক্ষণ আইন) শিথিল করার প্রতিবাদে দেশটির দলিত সংগঠনগুলোর ডাকে চলা ভারত বন্ধকে কেন্দ্র করে চলা সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার সকাল থেকে শুরু হওয়া এ বন্ধকে কেন্দ্র করে দিল্লি, পাঞ্জাব, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহারসহ বিভিন্ন রাজ্যে অচলাবস্থা দেখা দিয়েছে। মধ্যপ্রদেশে সহিংসতায় চারজন নিহত হয়েছেন। জারি করা হয়েছে কারফিউ। রাজস্থানেরও আওলাতেও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন। উড়িষ্যার সম্বলপুর, বিহারের আরা, পাঞ্জাবের পাটিয়ালাসহ বিভিন্ন জায়গায় রেল অবরোধ করা হয়েছে। আটকে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। সহিংসতার আশঙ্কায় পাঞ্জাব সরকার সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মোবাইল ইন্টারনেট পরিসেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে সুপ্রিম কোর্টের এ রায়ের বিরুদ্ধে সোমবারই রিভিউ পিটিশন দায়ের করেছে কেন্দ্রীয় সরকার।
গত ২০ মার্চ ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, সরকারি কর্মীদের বিরুদ্ধে তফশিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার বন্ধের আইনের যথেচ্ছ অপব্যবহার করা হচ্ছে। তাই এখন থেকে আর নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করা যাবে না। তফশিলি জাতি–উপজাতির উপর অত্যাচারের কোনও মামলা দায়ের করার আগে সেই ঘটনা ডিএসপি পর্যায়ের কোনও কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে হবে। এছাড়া এই ঘটনায় অভিযুক্ত কোনও সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধেই ২ এপ্রিল ভারত বনধের ডাক দেয় পিস্যান্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি, ভারিপ বহুজন মহাসঙ্ঘ, সিটু, জাতি অন্ত সংঘর্ষ সমিতি, রাষ্ট্রীয় সেবা দল, ন্যাশনাল দলিত মুভমেন্ট ফর জাস্টিসসহ বিভিন্ন দলিত সংগঠন। বনধকে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া আদি ধর্ম মিশন এবং অল ইন্ডিয়া আদি ধর্ম সমাজ।
ভারত বনধ-এর জেরে সোমবার দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। চন্ডিগড়, রাঁচি এবং বারমারসহ বিভিন্ন শহরে সহিংসতা হয়েছে। মীরাটে বিক্ষোভকারীদেরকে গাড়িতে অগ্নিসংযোগ করতে দেখা গেছে। উড়িষ্যার সম্বলপুরে একটি সংগঠনের সদস্যরা রেল অবরোধ করেন। ফলে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। সহিংসতার আশঙ্কায় পাঞ্জাবে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার পাঞ্জাবের সব স্কুল-কলেজ, ব্যাঙ্ক এবং যানবাহন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবাও। সেনাবাহিনীকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। গত ২৮ মার্চ সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এক টুইটার বার্তায় লিখেছেন, ‘একদিকে দলিতদের ওপর নৃশংসতার মাত্রা বাড়ছে, আর অন্যদিকে নৃশংসতার বিরুদ্ধে তাদের বড় অস্ত্রটিকে শিথিল করা হচ্ছে।’সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।