Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে গণহত্যা দিবস পালিত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গতকাল গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল- শোকর‌্যালি, কালোব্যাজ ধারণ, সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত ও বাড়িতে কালোপতাকা উত্তোলন, আলোচনাসভা, মিলাদ মাহফিল ও গণভোজ। সকালে মনু ব্যাপারীর ঢালে নির্মিত শহীদ বেদীতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহেমদ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কেরানীগঞ্জ প্রেসক্লাব, বিএনপির কেন্দ্রীয় কমিটিকর নির্বাহী সদস্য হাজী নাজিম উদ্দীন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপিসাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর নেতৃত্বে বিএনপি, কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে থানা প্রশাসন, কালিন্দী ইউনিয়ন আ.লীগ নেতা হুমায়ন গণি ও হাজী জাহিদ হাসান রনির নেতৃত্বে কালিন্দী ইউনিয়ন আ.লীগ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এ সময় দোয়া করা হয়। ১৯৭১ সালে এই দিন ভোরবেলা পাকহানাদার বাহিনী কেরানীগঞ্জের প্রায় পাঁচ হাজার নিরস্ত্র, নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে নির্মমভাবে হত্যা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণহত্যা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ