Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

হামিদুল-ইতি’র হাতে থাকবে গর্বের পতাকা

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১২তম আসর দ্বারপ্রান্তে। আগামী ৫ ফেব্রæয়ারি ভারতের গৌহাটিতে পর্দা উঠবে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই আসরের। পরের দিন শিলংয়েও উদ্বোধন হবে এই গেমসের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) দায়িত্বশীল একটি সূত্র জানায়, গৌহাটি ও শিলং এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে লাল-সবুজের পতাকা বহন করবেন দেশসেরা ভারোত্তোলক হামিদুল ইসলাম ও উশু খেলোয়াড় ইতি ইসলাম। গৌহাটিতে হামিদুল এবং শিলংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ইতি ইসলামের হাতে থাকবে বাংলাদেশের পতাকা। এই পতাকা নিয়েই বাংলাদেশ দল মার্চপাস্টে অংশ নেবে। বাংলাদেশের অন্যতম সেরা একজন ভারোত্তোলক হামিদুল ইসলাম। ক্যারিয়ার শুরুর পর বিভিন্ন আন্তর্জাতিক গেমস ও ঘরোয়া আসরে পদকের পর পদক জিতেছেন তিনি। সেনাবাহিনীর এই ভারোত্তোলক ২০০৪ সালে পাকিস্তান এসএ গেমসে ৬২ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য এবং ২০০৬ সালে কলম্বো এসএ গেমসে একই ওজন শ্রেণীতে ব্রোঞ্জপদক জয় করেছিলেন। ২০১০ সালে ক্যারিয়ার সেরা সাফল্য পান হামিদুল। ওই বছর ঢাকা এসএ গেমসে বাংলাদেশের ঝুলিতে প্রথম স্বর্ণপদকটি আসে তার হাত ধরেই। ঘরোয়া আসরে ২০১১ থেকে ’১৫ সাল পর্যন্ত জাতীয় প্রতিযোগিতায় টানা চারবার স্বর্ণপদক জেতেন তিনি। সর্বশেষ এসএ গেমসে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেয়ার পুরস্কার পাচ্ছেন হামিদুল। গৌহাটিতে তার হাতেই থাকবে বাংলাদেশের পতাকা।
বাংলাদেশ উশুর উজ্জ্বল তারকা ইতি ইসলাম। ২০১০ ঢাকা এসএ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। এরপর অংশ নেন চীনের গুয়াংজু এশিয়ান গেমসে। ঘরোয়া প্রতিযোগিতায় ২০১১, ’১২ ও ’১৪ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের রেকর্ড রয়েছে ইতির। সঙ্গে ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমসে সেনাবাহিনীর হয়ে স্বর্ণ জয়ের কৃতিত্বও রয়েছে তার। দেশের ক্রীড়ায় অসামান্য অবদান রাখার জন্য শিলংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ইতি ইসলামের হাতেই জাতীয় পতাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিওএ। সবকিছু ঠিক থাকলে শিলংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ইতিকে দেখা যাবে বাংলাদেশের পতাকা বহন করতে। অন্য এক সূত্র জানায়, আসন্ন এসএ গেমসে বাংলাদেশের পতাকা বহনের জন্য ক’টি ক্রীড়া ফেডারেশন থেকে পাঁচজন ক্রীড়াবিদের জীবন বৃত্তান্ত নিয়েছে বিওএ। বর্তমানে তা যাচাই বাছাই চলছে। তবে শেষ পর্যন্ত যে হামিদুল ও ইতি’র হাতেই উঠছে দেশের পতাকা তা অনেকটাই নিশ্চিত। এ ব্যাপারে বিওএ থেকে সবুজ সংকেতেও পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামিদুল-ইতি’র হাতে থাকবে গর্বের পতাকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ