Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোদাগাড়ীতে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও স্বাস্থ্য শিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ব্যাচ ১৯৯২-এর উদ্যোগে ও রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গত ৩০ মার্চ শুক্রবার গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রফেসর গোলাম আকবর, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মামুন উর রশীদ, কোষাধ্যক্ষ অ্যাড. গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। স্বাগত বক্তব্য রাখেন গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ১৯৯২ ব্যাচের আহ্বায়ক আশরাফুল ইসলাম বাবু। যুগ্ম আহ্বায়ক নাজমুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী ও সমাজসেবক সামশুল হুদা, আশরাফুল হক, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, রেজভি পারভেজ, সৈবুর রহমান, ইউসুফুর রহমান দুলাল, আব্দুল করিম, চেঙ্গিস প্রমুখ। ক্যাম্পে গোদাগাড়ীর প্রায় ৫শ’ রোগী ডায়াবেটিক টেস্টসহ চোখ, নাক-কান-গলা, মেডিসিন, গাইনি, দাঁত ও ফিজিওথেরাপির ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক ফ্রি ক্যাম্প ও সাব ক্যাম্পের দাবি জানান। সার্বিক সহযোগিতায় ছিলেন সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ