Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সমতার ভিত্তিতে চীন-আফ্রিকা সহযোগিতা অগ্রসর হচ্ছে

আফ্রিকাকে উপনিবেশ বানাচ্ছে না চীন : নামিবিয়ার প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চীন আফ্রিকাকে উপনিবেশ বানাচ্ছে না বলে মন্তব্য করেছেন নামিবিয়ার প্রেসিডেন্ট হজে গেইনগব। রাষ্ট্রীয় এক সফরে চীনে অবস্থানরত গেইনগব এ কথা বলেছেন বলে গত শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। গেইনগব বলেছেন, চীন ও নামিবিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যেসব কথা ছড়ানো হয় সেগুলো ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে আফ্রিকার সহযোগিতা বাড়লে উভয়পক্ষই লাভবান হবে বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা পরিণত, আমরা বন্ধু বেছে নিতে নিতে পারি, যা চাই, যা আমাদের জন্য ভালো বেছে নিতে পারি তাও, বলেছেন তিনি। সমপদক্ষেপের ভিত্তিতে চীন ও আফ্রিকার সহযোগিতা অগ্রসর হচ্ছে মন্তব্য করে গেইনগব আরও বলেছেন, তার দেশে চীনা বিনিয়োগ কেবলমাত্র সম্পদ উত্তোলনের জন্য নয়। চীন আমাদের পণ্যগুলোতে যে পরিমাণ মূল্য সংযোজন করেছে অন্য কোনো দেশ তা পারেনি। প্রযুক্তি স্থানান্তর ও নতুন চাকরি সৃষ্টির ক্ষেত্রেও তারা অনেক কিছু করছে, সিনহুয়াকে বলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে বিশ্বে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করতে চীন তার মনোযোগ আফ্রিকার দিকে কেন্দ্রীভূত করেছে বলে ধারণা পশ্চিমা বিশ্লেষকদের। আফ্রিকা মহাদেশের অবকাঠামো উন্নয়নে বেইজিংয়ের নেওয়া শত শত কোটি ডলারের নির্মাণ প্রকল্প সেই উদ্দেশ্যেই বলে মনে করছেন তারা। আফ্রিকার দেশগুলোর তেল ও খনিজের মতো প্রাকৃতিক সম্পদের ওপর ‘নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই বেইজিংয়ের মূল লক্ষ্য’ বলে মন্তব্য করেছেন কোনো কোনো সমালোচক। সিনহুয়া, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ