Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লোজআপ কাছে আসার গল্প-এর তিন গল্পকারকে পুরস্কৃত করা হলো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ক্লোজআপ বাংলাদেশ প্রতিবারের মতো এবারো আয়োজন করেছিলো ভালোবাসা দিবসের সবচেয়ে আলোচিত ক্যাম্পেইন ‘ক্লোজআপ কাছে আসার গল্প - ২০১৮’। ‘ক্লোজআপ কাছে আসার গল্প - ২০১৮’ ক্যাম্পেইনটি বরাবরের মতো এবারো ব্যাপক সাড়া পায় এবং অসংখ্য ফ্যানের অংশগ্রহণে জমা পড়ে গল্প। সেই গল্পগুলোর ভেতর থেকে নির্বাচিত হয় সেরা তিনটি গল্প। বিজয়ী তিনজন গল্পকার হলেন এ কে এম মাহফুযুল আলম অনিক, মোঃ খায়রুল হাসান ও মোঃ রফিকুল ইসলাম। সম্প্রতি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী তিন গল্পকারের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কাছে আসার গল্পের তারকারা, ক্লোজআপ বাংলাদেশ-এর ব্র্যান্ড ম্যানেজারসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সেরা তিন গল্প নিয়ে নির্মিত হয় তিন নাটক। নাটকগুলো গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাংলাভিশন চ্যানেলে প্রচারিত হয়। নাটক তিনটি পরিচালনা করেন দেশের স্বনামধন্য তিন তরুণ নাট্য নির্মাতা। এর মধ্যে রয়েছে, এ কে এম মাহফুযুল আলম অনিক-এর পাঠানো গল্পে ‘তবুও ভালোবাসি’। এটি পরিচালনা করেন পরিচালক রুবায়েত মাহমুদ। পরিচালক মাবরুর রশিদ বান্নাহ পরিচালনা করেন মোঃ খায়রুল হাসানের লেখা ‘আমি তোমার গল্প হবো’ নাটকটি। মোঃ রফিকুল ইসলাম-এর রচনায় ‘শহরে নতুন গান’ নাটকটি পরিচালনা করেন পরিচালক শাফায়েত মনসুর রানা। প্রচারের সাথে সাথেই নাটক তিনটি এবং গানগুলো পেয়েছে অভাবনীয় দর্শকপ্রিয়তা। এর প্রমাণ পাওয়া গেছে ক্লোজআপ বাংলাদেশ-এর ফেসবুক পেইজে অসংখ্য ফ্যানের লাইক ও কমেন্টে। ইত্যিমধ্যেই ক্লোজআপ-এর ইউটিউব চ্যানেলে নাটক তিনটি এবং গানগুলো আপলোড করা হয়েছে। যেসব দর্শক টেলিভিশনে নাটকগুলো দেখার সুযোগ পাননি কিংবা আবারও দেখতে চান তারা ক্লোজআপ-এর ইউটিউব চ্যানেলে নাটক এবং গানগুলো উপভোগ করতে পারবেন। ইউটিউব চ্যানেলেও নাটকগুলোর অসংখ্য ভিউয়ার আরেকবার প্রমাণ করেছেন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের জনপ্রিয়তা। ক্লোজআপ-এর বিশ্বাস ‘কাছে আসার গল্প’ ক্যাম্পেইনটি ভবিষ্যতেও একইভাবে সাড়া ফেলবে।
ছবিঃ কাছে আসার গল্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্লোজআপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ