Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশংসিত হয়েছে এবারের ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসকে সামনে রেখে এই নিয়ে চতুর্থবারের মতো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অন্যতম ব্র্যান্ড ‘ক্লোজআপ’ আয়োজন করেছিলো ‘কাছে আসার সাহসী গল্প’ প্রতিযোগিতা। গত ৭ জানুয়ারি ২০১৬ থেকে ভালোবাসার সাহসী গল্প আহ্বানের মাধ্যমে শুরু হয় এই প্রতিযোগিতা। ভালোবাসাকে পূর্ণতা দিতে যেসব সাহসী এবং বেপরোয়া ঘটনা দু’জন মানুষকে একে অন্যের কাছে আনে, সেই গল্পগুলোই আহ্বান করা হয় এই প্রতিযোগিতায়। প্রতিবারের মতো এবারো নির্বাচিত সেরা তিন গল্প নিয়ে নির্মিত ও প্রচার হয় ভালোবাসা দিবসের তিন নাটক। নাটক তিনটি গত ১৪ ফ্রেব্রুয়ারি, ভালোবাসা দিবসে বাংলাভিশনে পরপর প্রচারিত হয়েছে। নাটকগুলো দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগায়। শাকিল আহমেদ রিসানের গল্প নিয়ে নির্মিত, রুবায়েত মাহমুদ পরিচালিত নাটক ‘পেন্সিলে আঁকা ভালোবাসা’-তে অভিনয় করে
তারকা দম্পতি শখ-নিলয়। নাটকটির ভিন্ন ধারার রোমান্টিক গল্প দর্শক বেশ উপভোগ করেন। নাটকটির পরিচালক রুবায়েত মাহমুদকে বলেন, অনুভূতিটা অনেক ভালো লাগার। এটা আমার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট! ভবিষ্যতেও ক্লোজআপের সাথে আরও কাজ করার ইচ্ছা আছে। শিহাব আর-রাশাদের লেখা ‘শত ডানার প্রজাপতি’ নাটকটিতে অভিনয় করেছেন জোভান এবং সাবিলা। এই নাটকের পরিচালক মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘অনেক আনন্দ পেয়েছি কাজটি করে। নাটকটি দর্শকপ্রিয়তাও পেয়েছে প্রচুর। প্রায় ৯৫% দর্শক বলেছেন, কাজটি ভালো হয়েছে।’ সাবিলা নূর বলেন, ‘প্রথমবারের মতো আমি আর জোভান ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ ক্যাম্পেইনের সাথে যুক্ত হলাম। এক্সপেরিয়েন্সটা সত্যিই অসাধারণ! ভবিষ্যতেও এমন কাজ করার ইচ্ছা আছে।’ আফসানা কাশেম মিমির গল্প থেকে নির্মিত নাটক ‘হাতটা দাও না বাড়িয়ে’-তে অভিনয় করেছেন তাহসান, মেহজাবিন এবং জন। নাটকটির পরিচালক শাফায়েত মনসুর রানা এ নিয়ে তৃতীয়বারের মতো ক্লোজআপের এই ক্যাম্পেইনের সাথে যুক্ত থেকে ভালোবাসার গল্পের নাটক নির্মাণ করেছেন। তিনি বলেন, মনে হচ্ছে ক্লোজআপের আরও কাছে এসে গেলাম। অভিনেতা তাহসান বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে ক্লোজআপ-এর এই ক্যাম্পেইনে এ নিয়ে তৃতীয় বারের মতো যুক্ত থাকতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান মনে হচ্ছে।’ মেহজাবিন বলেন, প্রথমবারের মতো এ ধরনের ক্যাম্পেইনে কাজ করেছি। অভিজ্ঞতা খুবই ভালো। শুটিং করতে গিয়ে একটা দারুণ বন্ধুও পেয়েছি আমি। সে হলো ছোট্ট জোহান। এদিকে নাটক তিনটি প্রকৃত অর্থেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নাটকের থিম সং-গুলোও দর্শকপ্রিয়তা পেয়েছে। এগুলোর ইউটিউব লিংক-এর অসংখ্য শেয়ার এবং ভিউ থেকেই তা অনুমান করা যায়। এছাড়াও ক্লোজআপ বাংলাদেশ-এর ফেসবুক পেইজের ইনবক্সেও দর্শকের প্রশংসামূলক প্রচুর ম্যাসেজ এসেছে।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশংসিত হয়েছে এবারের ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ