প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ত বছর মার্চ মাসে অভিনেতা ও নির্মাতা খালিদ হোসেন সম্রাট তার বাবা নায়করাজ রাজ্জাককে নিয়ে ‘বাবা’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করতে চেয়েছিলেন। গল্প শুনে এতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন নায়করাজ। টেলিফিল্মটিতে নায়করাজের সঙ্গে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছিলো নাজমুল হুদা বাচ্চু ও সিরাজ হায়দারকে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এই তিনজনই মৃত্যুবরণ করেন। তাই ‘বাবা’র নির্মাণ কাজও থেমে যায়। তবে নায়করাজ যখন কিছুটা অসুস্থ ছিলেন তখন সৈয়দ হাসান ইমামকে দিয়ে বাবা টেলিফিল্মটি নির্মাণের কথা বলেছিলেন সম্রাটকে। বাবার সেই ইচ্ছা পূরণের জন্যই সম্রাট সৈয়দ হাসান ইমামকে নিয়ে নির্মাণ করলেন বাবা দিবসের জন্য বিশেষ টেলিফিল্ম ‘বাবা’। এর মূল ভাবনা ও চিত্রনাট্য খালিদ হোসেন সম্রাটের। রচনা করেছেন রানা জাকারিয়া। এরইমধ্যে টেলিফিল্মটির নির্মাণ কাজও শেষ হয়েছে। টেলিফিল্মটিতে নাম ভূমিকায় হাসান ইমাম’র অভিনয়ের পাশাপাশি আরো অভিনয় করেছেন লায়লা হাসান, শাহেদ শরীফ খান, নাজিয়া হক অর্ষা ও শিশুশিল্পী সৃজা। সৈয়দ হাসান ইমাম বলেন, ‘সম্রাট তার মেধা দিয়ে অনেক যত্ন করে যথেষ্ট শ্রম দিয়ে তার বাবার ইচ্ছে পূরণ করতে বাবা টেলিফিল্মটি নির্মাণ করেছে। নির্মাতা হিসেবে তার নির্দেশনায় কাজ করে আমি সত্যিই অনেক আনন্দিত। হৃদয় ছোঁয়ার মতো আবেগঘন গল্পের এই টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে।’ সম্রাট বলেন, ‘হাসান আঙ্কেল এদেশের কিংবদন্তী শিল্পী। তিনি অনেক উঁচু মাপের শিল্পী হয়েও আমাকে সার্বিকভাবে যে সহযোগিতা করেছেন তা ভাষায় প্রকাশের মতো নয়। তিনি বাবা চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে ভেঙ্গেছেন। আমি তার অভিনয়ে মুগ্ধ। শুটিং-এর সময় আব্বাকে খুব মিস করেছি প্রতিটি ফ্রেমে ফ্রেমে। বারবারই মনে হচ্ছিল এই বুঝি একটু পরেই আব্বা শুটিং স্পটে এসে বলবেন সব ঠিকঠাক মতো হচ্ছে তো!’ এই বছরের বাবা দিবস ১৭ জুন। বাবা দিবসেই চ্যানেল আইতে ‘বাবা’ টেলিফিল্মটি প্রচার হবে।
ছবিঃ বাবা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।