প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জন স্টিভেন্সন পরিচালিত এনিমেটেড ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম ‘শারলক নোমস’। ২০০৮ সালে ‘কুং ফু পান্ডা’ চলচ্চিত্রটি ছাড়া স্টিভেন্সন একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং এনিমেশনের কিছু শাখায় কাজ করেছেন।
নোম হল বাগান সাজানোর এক ধরনের ছোট পুতুল। নোমিও (ভয়েস : জেমস ম্যাকঅ্যাভয়) আর জুলিয়েট (ভয়েস : এমিলি ব্লান্ট) যখন প্রথম লন্ডনে পৌঁছে সঙ্গে তাদের পরিবারের সদস্যরা আর বন্ধুরাও আসে। আসার পর তাদের প্রথম চিন্তা হল কিভাবে আসন্ন বসন্তের জন্য বাগান সাজানো যায়। যখন একের পর এক নোম গুম হয়ে যেতে শুরু করে তারা উদ্বিগ্ন হয়ে ওঠে। কে হারিয়ে যাওয়া নোমদের খুঁজে এনে দেবে। এক নোমই আছে যে এই কাজটি করতে পারে, সে হল শার্লক নোমস (ভয়েস : জনি ডেপ)।
ছবিঃ শারলক নোমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।