বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ পরোয়ানাভুক্ত পলাতক আসামী সোহাগকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার আবুল কালামের পুত্র। সে ২০১২ সালে ভেজাল খাদ্য বিরোধী অভিযানের মামলায় বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য সংশোধন আইন /০৫ এর ৬ এর (১) ধারায় দোষী সাব্যস্থ হয়। পরে বিচারিক আদালতে এ মামলায় জব্দকৃত খাদ্য নমুনা ভেজাল খাদ্য হিসাবে প্রমানিত হওয়ায় আদালত তাকে ৬ মাসের দন্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পলাতক আসামী সোহাগ ২০১২ সালে শ্রীপুর উপজেলার পৌর এলাকার ৪ নং ওর্য়াডের ছাপিলা পাড়া গ্রামের হ্যামস গার্মেন্টস সংলগ্ন নুরুল ইসলামের মার্কেটে ভাই ভাই স্টোর নামে একটি মুদি দোকান চালাত। পরে ওই দোকানে ২০১১ সালের ২১ নভেম্বর অভিযান চালিয়ে ভেজাল খাদ্য জব্দ করা হয়। এ ঘটনায় তৎকালীন স্যানেটারী ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে সে পলাতক ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।