Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫টি যৌন অভিযোগ মাথায় নিয়ে ট্রাম্পের ঘোষণা: এপ্রিল যৌন নিপীড়ন প্রতিরোধ মাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

২০১৮ সালের এপ্রিলকে ‘জাতীয় যৌন নিপীড়ন বিষয়ক সচেতনতা এবং প্রতিরোধ মাস’ মাস ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খোদ নিজের বিরুদ্ধে যৌন অসদাচরণের অন্তত ১৫টি সুনির্দিষ্ট অভিযোগ মাথায় নিয়ে তিনি এ ঘোষণা দিলেন। যৌন সহিংসতার মতো ঘটনার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এবং তা প্রতিরোধে কাজ করার অঙ্গীকার থেকে গত শুক্রবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রেসিডেন্টের এই ঘোষণার কথা জানানো হয়। ঘোষণায় ট্রাম্প বলেন, “সমাজ থেকে যৌন সহিংসতা উপড়ে ফেলতে আমাদের কাজ করতে হবে; ঘরে ও কর্মস্থলে নিরাপদ সম্পর্ক গড়ে তুলতে হবে।” যৌন নিপীড়নের শিকারদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সে বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যের কথাও জানিয়েছেন ট্রাম্প। এতে যৌন সহিংসতার মতো বিষয়গুলোতে সচেতনতা গড়ে তোলা এবং তা প্রতিরোধে কাজ করার অঙ্গীকারের কথা বলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, দুঃখজনকভাবে আমাদের সমাজে যৌন হয়রানির ঘটনা ঘটছে। অপরাধীরাও প্রায়ই জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে। ঘনিষ্ঠ সম্পর্ক, পাবলিক স্পেস এবং কর্মক্ষেত্রে নির্বিচারে এই জঘন্য অপরাধগুলো সংঘটিত হয়। সমাজ থেকে উপড়ে ফেলতে আমাদের কাজ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রায়ই যৌন হয়রানির শিকার হওয়া ব্যক্তিরা মুখ খোলেন না। তাদের মধ্যে হয়তো যৌন হয়রানিকারীর কাছ থেকে শাস্তিমূলক আচরণ পাওয়ার ভয় কাজ করে, বিচার ব্যবস্থায় আস্থার অভাব কিংবা তাদের আতঙ্কজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার প্রশাসন যৌন হামলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে আমরা অপরাধীদের শনাক্ত করতে ঘটনার শিকার নারীদের ক্ষমতায়নে অঙ্গীকারাবদ্ধ। ইয়াহু, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ