Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন সীমান্ত পরিদর্শনে ভারতের সেনা প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত গত শুক্রবার (৩০ মার্চ) জম্মু-কাশ্মিরের পূর্বাঞ্চলীয় লাদাখে চীন সীমান্ত সংলগ্ন ‘ফরোয়ার্ড এরিয়া’ পরিদর্শন করেছেন। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, জেনারেল রাওয়াত লেহ এলাকায় আসেন এবং ফরোয়ার্ড পোস্টগুলো পরিদর্শন করেন। মুখপাত্র বলেন যে, শূন্য ডিগ্রির নীচে তাপমাত্রায় দায়িত্ব পালনকারী সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সেনা প্রধান। জেনারেল রাওয়াতকে ইস্টার্ন লাদাখ সেক্টরে অপারেশন প্রস্তুতি সম্পর্কে ব্রিফ করা হয়। এই বিরূপ আবহাওয়ার মধ্যে মোতায়েনকৃত সেনা সদস্যদের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। সেনা মুখপাত্র আরো বলেন, জেনারেল রাওয়াতের সফর লাদাখের মতো কঠিন স্থানে মোতায়েনকৃত সৈন্যদের মনোবল বৃদ্ধি করেছে। এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন সীমান্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ