Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলংকার প্রতি নিঃশর্ত সমর্থন পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

উজ্জ্বল ও সমৃদ্ধশালী ভবিষ্যতের জন্য শ্রীলংকা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার প্রতি শর্তহীন সমর্থন জানিয়েছে পাকিস্তান। গত শুক্রবার কলম্বোতে পাকিস্তানের জাতীয় দিসব উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীলংকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ড. শাহিদ আহমেদ হাসমত বলেন, শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। ড. শাহিদ আহমেদ হাসমত বলেন যে, পাকিস্তান শ্রীলংকার সব সময়ের পরীক্ষিত বন্ধু এবং এই বন্ধুত্ব দিন দিন আরও শক্তিশালী হয়েছে। হাইকমিশনার বলেন যে, দুই দেশের সম্পর্ক শুধু অভিন্ন স্বার্থের ভিত্তিতে রচিত হয়নি, এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধও রয়েছে। তিনি বলেন, পাকিস্তান ও শ্রীলংকার সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধই প্রধান বিষয়। তিনি বলেন, সমপ্রতি পাকিস্তান জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে শ্রীলংকার প্রধানমন্ত্রী মৈত্রিপালা সিরিসেনা যে পাকিস্তান সফর করেছেন, সেটাই দুই দেশের শক্তিশালী সম্পর্কের প্রমাণ। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ