রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
‘বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে মানববন্ধন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদরুন নেছা উচ্চ বিদ্যালয় সেমিনার হলে এ সভা সম্পন্ন হয়। ওসমানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ছুরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহীদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ময়নুল হক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, আ.লীগ নেতা আবদাল মিয়া, সিলেট জেলা সমন্বীত কার্যালয় দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন, উপ-সহকারী পরিচালক মো. তাজুল ইসলাম, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এফ আলী ফয়েজ, আলহাজ মিনা বেগম মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া, হেলেনা বেগম চৌধুরী, রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মুহিব হাসান, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এস এম সোহেল প্রমুখ। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ি শিক্ষার্থী কাজী ফাহমিদ, ফাইজা খানম, হাসিনা আক্তার নাদিয়ার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।