রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই-জীবনের ঝুঁকি কমাই, বাল্যবিয়ে রোধ করি, সচেতন নাগরিক হিসাবে গড়ে উঠি। এই দু’টি প্রতিপাদ্য বাস্তবায়ন ও জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাইসাইকেলে দেশ ভ্রমণের দুই স্কাউট সদস্য গতকাল শনিবার তাড়াশে পৌঁছায়। মো. রাকিবুল ইসলাম ও মধুমিলন মোহন্ত লালমনিরহাট আদিবারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও স্কাউট দলের সদস্য। দুই স্কাউট সদস্য জানান, গত ১১ মার্চ তারা লালমনিরহাট জেলা থেকে যাত্রা শুরু করে ১৪টি জেলা ভ্রমণ শেষে শনিবার ১৫তম জেলা হিসেবে সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জে তাড়াশে পৌঁছায়। দিনভর তারা উপজেলার বিভিন্ন এলাকা ও বিদ্যালয়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকেন। সন্ধায় পাবনার উদ্দেশ্যে রওয়ানা হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।