Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিচুয়ান প্রদেশের গভর্নরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের জনবসতিপূর্ণ সিচুয়ান প্রদেশে দ্বিতীয় সর্বোচ্চ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযানের প্রেক্ষিতে এ অভিযোগ উঠেছে। দুর্নীতি বিরোধী বিষয়ক কর্মকর্তা উ ইউলিং বলেন, প্রাদেশিক গভর্নর উই হংয়ের বিরুদ্ধে ব্যাপক শৃঙ্খলাজনিত লংঘন বিশেষ করে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতি বিরোধী অভিযানের সময় তার কর্মকান্ডের চিত্র পাওয়া গেছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযানের প্রেক্ষাপটে এ অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতি বিরোধী অভিযোনের প্রেক্ষিতে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষমতাচ্যুত হয়েছেন। এর মধ্যে বিশেষত সাবেক নিরাপত্তা প্রধান ঝৌ ইয়াংকাং রয়েছেন। চীনের ক্ষমতাসীন দলের শৃঙ্খলা পরিদর্শন সংক্রান্ত কেন্দ্রীয় কমিশনের উপপ্রধান উ বলেন, পক্ষপাতিত্ব ও ভুল বিবচনা থেকে এ ধরণের ‘ভ্রান্ত’ ধারণা তৈরি হয়েছে। তবে তিনি স্বীকার করেন, কেবল অল্প কয়েকজন কর্মকর্তা দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং অন্যান্য অপরাধ আদালতে নিষ্পত্তি হয়েছে। তিনি বলেন, গত বছর শৃঙ্খলা লংঘনের দায়ে দলের কেবল ১৪ হাজার সদস্য আইনি প্রক্রিয়ার সম্মুখীন হয়েছেন এবং ৩ লাখ ৩৬ হাজার জনকে অভ্যন্তরীণভাবে শাস্তি দেয়া হয়েছে। তিনি আরো বলেন, চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সাবেক চিফ অব স্টাফ লিং জিহুয়ার ভাই লিং ওয়ানচেংয়ের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে চীন। লিং জিহুয়া দুর্নীতি বিরোধী অভিযানের লক্ষ্যে পরিণত হলে তার ভাই লিং ওয়ানচেং যুক্তরাষ্ট্রে পালিয়ে যান বলে খবর বেরোয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিচুয়ান প্রদেশের গভর্নরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ