বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্যাংককের সেন্ট লুইস হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে মুফতি মাওলানা বখতিয়ার উদ্দিনকে আজ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে নিয়ে আসা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে পারিবারিক পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন, সেইসাথে স্পিস থেরাপি এবং একজন মনোরোগ বিশেষজ্ঞের তত্তাবধানে রাখতে বলেছেন। তাকে দেখতে ইতোমধ্যে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় হাজির হয়েছেন বখতিয়ারের মা-বাবাসহ স্বজনেরা। ব্যাংককের হাসপাতালে থাকা মাওলানা বখতিয়ারের স্ত্রীর বরাত দিয়ে বড় ভাই জসিম উদ্দিন গতকাল শুক্রবার ইনকিলাবকে বলেন, সে দেশের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। চিকিৎসকরা তাকে পারিবারিক পরিবেশে স্বজনদের মাঝে রাখতে বলেছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তার কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। তাছাড়া দুর্ঘটনা পরবর্তী ট্রমা এখনও কাটেনি। পারিবারিক পরিবেশে থাকলে মানসিকভাবেও সে আরও সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঢাকার অ্যাপোলো হাসপাতাল থেকে গত ৪ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ব্যাংককে নেওয়া হয়। ২৮ জানুয়ারি কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে চট্টগ্রামে ফেরার পথে সীতাকুন্ডে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাওলানা বখতিয়ার। দুর্ঘটনার পর থেকে তার সার্বিক অবস্থা নিয়ে দৈনিক ইনকিলাবে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে তার উন্নত চিকিৎসার ব্যয় নির্বাহে হৃদয়বান অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।