বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অপরিকল্পিত নগরায়ণের কারণে নগরবাসী নানা দুর্ভোগের শিকার হচ্ছে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হালদা-কর্ণফুলী এখন বুড়িগঙ্গা হতে চলেছে। অপরিকল্পিত নগরায়ন, জলাশয় জলাধার ধ্বংস করে ফেলায় এর নেতিবাচক প্রভাব পড়ছে কর্ণফুলী ও হালদা নদে। এ দু’টি নদীই আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দুর্ভোগ লাঘবে অতীতের অভিজ্ঞতার আলোকে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এ নগর নগরীকে সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের নগরী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল (শুক্রবার) পর্যটন শহর কক্সবাজারের একটি হোটেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ‘নগর সাংবাদিকতা: বাস্তবতা ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এ নগর আমাদের। দেশেরই একটা অংশ। দিন শেষে আমরা এ নগরের বাসিন্দা। যে যেখানে আছি সবাইকে ভূমিকা রাখতে হবে নগরের উন্নয়নে। দেশপ্রেম থাকলে দায়িত্ব বেড়ে যায়। ব্যক্তি বড় নয়। নগর ও দেশই বড় কথা। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী পাভেল রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক একেএম জহুরুল ইসলাম এবং একুশে টেলিভিশনের আবাসিক সম্পাদক রফিকুল বাহার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দীন চৌধুরী। প্র্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন, এই কর্মশালার মূল লক্ষ্য হচ্ছে চট্টগ্রামের সাংবাদিকদের কর্মদক্ষতা দেশ সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানো। এই কর্মশালার মধ্যদিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসীর উন্নয়নে একসাথে ভূমিকা রাখবে। কর্মশালায় প্রিন্ট, অনলাইন ও বেসরকারি টিভি চ্যানেলের ৬৫ জন সাংবাদিক অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।