Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে শিগগিরই : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়া থেকে খুব শিগগিরই মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে। ওহাইওতে এক সমাবেশে অবকাঠামো বিষয়ে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র অন্যদেরকে সিরিয়ার ভালো-মন্দ দেখার সুযোগ দিতে চায় বলে তিনি ইঙ্গিত করেন। সিরিয়ার পূর্বাঞ্চলে দুই হাজারের বেশি মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেছি। কিন্তু বিনিময়ে কিছুই পাইনি। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের কাজে অর্থ ব্যয় করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তবে ট্রাম্পের ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট সাংবাদিকদের বলেছেন, সিরিয়ায় এখনও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন,
সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদারের পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ