Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়পুরে ১৮ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং!

হারুনুর রশিদ, রায়পুর (লক্ষীপুর) থেকে | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

লক্ষীপুরের রায়পুরে বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ে জনজীবন থমকে দাঁড়িয়েছে। প্রতিদিন গড়ে লোডশেডিং হচ্ছে ১৮ ঘণ্টা। চৈত্রের এ গরমে মানুষের অস্বস্তি ছাড়াও বিভিন্ন রোগে ভুগছেন সর্বস্তরের মানুষ। অফিস আদালতে কাজ-কর্ম স্থবির হয়ে পড়েছে। সংবাদকর্মীরা জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রেরণে ব্যর্থ হচ্ছে। ফ্রিজে রাখা খাদ্যসামগ্রী পঁচে যাচ্ছে। রায়পুরে বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ৩০ হাজার। বিদ্যুতের প্রয়োজন প্রায় ২৭ মেগাওয়াট। নোয়াখালী চৌমুহনীর পিডিবি’র গ্রীড থেকে পাওয়া যাচ্ছে ১০-১২ মেগাওয়াট। ফলে প্রায় পৌনে ৪ লাখ জন অধ্যূষিত মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। এদিকে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, প্রতিদিন যেভাবে আমাদের নির্দেশনা আসে, সেভাবে আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি। স্থানীয় পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোডশেডিং

২৮ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ