মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নিজের মৃত ছেলের আইফোন খুলে দিতে টেক জায়ান্ট অ্যাপলকে অনুরোধ করেছেন এক শোকাহত বাবা। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ২০০৭ সালে ইথিওপিয়া থেকে ডামা নামের এক ছেলেকে দত্তক নেন ইতালীয় লিওনার্দো ফ্যাবেরাত্তি। ২০১৩ সালে ডামার হাড়ে ক্যান্সার ধরা পরে। ২০১৫ সালের সেপ্টেম্বরে মারা যায় ছেলেটি। ছেলের আইফোনের ফাইলে প্রবেশ করতে, তার আইফোনটি আনলক করে দিতে প্রতিষ্ঠানটিকে অনুরোধ করেছেন এই বাবা। অ্যাপলকে পাঠানো এক চিঠিতে মার্কিন সরকারের সঙ্গে আইফোন আনলক নিয়ে অ্যাপলের হওয়া বিতর্কের উল্লেখ করেন তিনি। অ্যাপল যদি তার ছেলের আইফোন খুলে দিতে রাজি না হয়, তবে আইফোন খুলতে এফবিআইকে সহায়তা করা প্রতিষ্ঠানটির কাছেও শরণাপন্ন হবেন বলে জানান তিনি। এই ফোনে থাকা ছবি, চিন্তাধারা এবং শব্দগুচ্ছে প্রবেশ করতে চান তিনি। ফ্যাবেরাত্তির চিঠি অ্যাপলের গোপনীয়তা ও নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দুতে আসে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি এর নিরাপত্তা এমনভাবে নিশ্চিত করেছে যে প্রতিষ্ঠানটির জন্যই গ্রাহক অ্যাকাউন্টে প্রবেশ করা অসম্ভব। কিন্তু এই বিধিনিষেধ শিথিল হওয়া উচিত বলে মত দিয়েছেন ফ্যাবেরাত্তি। চিঠিতে ফ্যাবেরাত্তি বলেন, আমার মনে হয় যা ঘটেছে তাতে আপনার প্রতিষ্ঠান দ্বারা গৃহীত গোপনীয়তা নীতি সম্পর্কে চিন্তা করা উচিত। যদিও আমি সাধারণভাবে আপনাদের দর্শন শেয়ার করলাম, আমার মনে হয় অ্যাপলের আমার মত ব্যতিক্রমী ঘটনাগুলোর সমাধান দেয়া উচিত। ইন্ডিপেনডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।