Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সাগরদিঘী ইউনিয়নে ব্যালট ছিনতাইকালে পুলিশের গুলিতে একজন নিহত

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ৫:০১ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘি ইউনিয়নের একটি কেন্দ্রে জোরপুর্বক ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। নিহতের যুবকের নাম মালেক মিয়া (৩২)।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, সাগরদিঘী ইউনিয়নের সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে এক দল সন্ত্রাসী জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাই করতে যায়। এ সময় ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নির্দেশে পুলিশ গুলি ছুড়ে। ঐ কেন্দ্রে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী বুলবুলি বেগম জানান, নিহত মালেক তার দেবর। সে পুলিশের ছুড়া গুলিতে নিহত হয়েছে।
প্রিজাইডিং অফিসার সালাহ উদ্দিন ঐ কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করেছেন।
বৃহস্পতিবার টাঙ্গাইলের তিনটি উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলায় ৬টি ইউনিয়ন, টাঙ্গাইল সদরে একটি ও কালিহাতিতে একটি ইউনিয়ন ও এলেঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ