নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। বলতে গেলে তার ব্যাটে চড়েই ফাইনালে ওঠে পেশোয়ার জারমি। সেই কামরান আকমলকে বাদ দিয়েই আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করাচিতে অনুষ্ঠিতব্য তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দলে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ।
২০০৯ সালের পর বন্দর নগরী করাচিতে ১, ২ ও ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন সরফরাজ আহমেদ। সদ্য শেষ হওয়া পিএসএলে পেশোয়ারের হয়ে ১৩ ম্যাচে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিসহ মোট ৪২৫ রান করা সত্বেও জাতীয় দলে জায়গা পাননি ৩৬ বছর বয়সী কামরান। বয়স ও দুর্বল ফিল্ডিংয়ের কারণে তাকে দলে রাখেননি সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ও প্রধান কোচ মিকি আর্থার।
নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন পিএসএল শিরোপা জয় করা ইসলামাবাদ ইউনাইটেডের আসিফ আলতাফ, হুসেইন তালাত এবং লাহোর ক্লান্দার্সের উঠতি পেসার শাহীন শাহ আফ্রিদি। ২০০৯ সালের ফেব্রæয়ারী মাসে করাচিতে শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এক সপ্তাহ পর লাহোরে লঙ্কান দল বহনকারী বাসে হামলা হলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে পড়ে।
পাকিস্তান টি-২০ দল : সরফরাজ আহমেদ(অধিনায়ক), আহমেদ শেহজাদ, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হুসেইন তালাত, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, রাহাত আলী, উসমান খান শিনওয়ারি, শাহীন শাহ আফ্রিদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।