রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : বিয়ে করা হল না সড়ক দুর্ঘটনায় নিহত রাউজানের হলদিয়া ইউনিয়নের সিকদার বাড়ি আবু আহম্মদ সিকদারের বড় ছেলে নিয়াজ আহমেদ সোহেল সিকদারের। ৩০ বছর বয়সী সোহেল গত ৩ মাস আগে ওমান থেকে বাড়ি এসেছিল ভিসা ক্যানসেল করে। এরপর তার বিয়ের পাকাপোক্ত কথা না হলেও সীতাকুন্ড উপজেলার একটি মেয়ের সাথে আংটি পড়াপড়ি হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিয়ে চুড়ান্ত কথার আগেই পরপারে চলে গেল সোহেল। তার মৃত্যুতে সমগ্র এলাকায় চলছে শোকের মাতম। অত্যান্ত নম্র ভদ্র ও শিক্ষিত সোহেলের মৃত্যু সহজে কেউ মেনে নিতে পারছে না। হলদিয়া সিকদার বাড়ির সোহেলের পরিবার ও বাড়িতে চলছে কান্নার রোল ও আহাজারী। লাশ দেখামাত্র তার মা জোহরা খাতুন জ্ঞান হারিয়ে ফেলেছে। সোহেলের পিতা আবু আহম্মদ সিকদার বিদেশের মাটি আবুধাবীতে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তিনিও সেখানে বাকরুদ্ধ। গত সোমবার রাত দেড়টায় ঘাতক একটি ট্রাক প্রাণ কেড়ে নেয় সোহেলসহ ৩ জনের। নিহতের চাচা সাহলম সিকদার জানান, ২৬ মার্চ সোমবার রাতে হাটহাজারী উপজেলার মীরেরখীল একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান শেষে রাত অনুমান সাড়ে ১২টার সময় সিএনজি অটোরিকশা নম্বর চট্টগ্রাম-থ১১-০৮৯৮ যোগে শহরের বাসায় ফেরার পথে অক্সিজেন হাটহাজারী সড়কের নতুন পাড়াস্থ পিএইচপি ইব্রাহীম কটন মিলস এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ভারী ট্রাক নম্বর কক্সবাজার ট-১১-০০৬৭ যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে সোহেলসহ সোহেলের নিকটাতœীয় ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের আকবর চৌধুরী বাড়ির হায়দার চৌধুরী রাকিব (১৮) ও একই ইউনিয়নের হাবিলাশ তালুকদার বাড়ির জাসেদ (২৮) ঘটনাস্থলে নিহত হয়। গতকাল মঙ্গলবার নিহত সোহেলের লাশ দুপুর দেড়টার দিকে বাড়িতে এছে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। সোহেলরা দুই ভাই, ছোটভাই রিয়াজ আহমদ আকাশ বি.কমে অধ্যায়নরত। বড় ভাইয়ের মৃত্যুতে ছোটভাইও বাকরুদ্ধ। বিকালে বিশাল জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সোহেলকে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।