Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দক্ষিণ এশীয় আর্চারিতে বাংলাদেশের ৫ সোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ২:৩৭ পিএম

বিকেএসপি থেকে দারুণ সুখবর দিয়েছেন বাংলাদেশের আর্চাররা। দক্ষিণ এশীয় আর্চারিতে আজ দলীয় ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে দেশের জন্য পাঁচটি সোনার পদক জিতেছেন তারা। সকালে অনুষ্ঠিত হয়েছে আটটি ইভেন্ট।

রিকার্ভ পুরুষ ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের ইব্রাহিম শেখ রেজওয়ান। মূল লড়াইটা হয়েছে তার বাংলাদেশেরই প্রতিযোগী রোমান সানার সঙ্গে। শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব রেজওয়ানেরই।

নারীদের কম্পাউন্ড ইভেন্টেও প্রতিযোগিতা হয়েছে বাংলাদেশের দুই প্রতিযোগী রোকসানা আকতার ও সুস্মিতা বণিকের মধ্যে। সোনা জিতেছেন রোকসানা।

মেয়েদের রিকার্ভ ইভেন্টে নাসরিন আকতার হেরে গেছেন ভারতের হিমানি মালিকের বিপক্ষে। তবে রিকার্ভ মিশ্রে ভারতের প্রতিযোগীকে হারিয়েই সোনা নিশ্চিত করেছেন বাংলাদেশের নাসরিন আকতার ও রোমান সানা।

দলগত মিশ্র কম্পাউন্ডে সোনা জিতেছেন বাংলাদেশের অসীম কুমার ও বন্যা আকতার। তারা হারিয়েছেন ভারতের প্রতিযোগীদের।

পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টেও সোনা বাংলাদেশের। এই দলে ছিলেন এ কে এম মামুন, অসীম কুমার ও আশিকুজ্জামান অনয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ এশীয় আর্চারি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ