পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিশেষ সংবাদদাতা : স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় খুলনা শিপইয়ার্ড স্কুল ও কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এ ধারনায় উজ্জীবিত হয়ে সরকার থেকে এ গৌরবময় অর্জনকে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে পালনের লক্ষ্যে শণিবার শিপইয়ার্ড স্কুল ও কলেজ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি এবং খুলনা শিপইয়ার্ড-এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর আনিসুর রহমান মোল্লা (এল)এনইউপি, পিএসসি-বিএন। শিপইয়ার্ড স্কুল ও কলেজ-এর প্রিন্সিপাল কমান্ডার (অবঃ) এম আলী রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জিএম-প্রডাক্সন ক্যাপ্টেন তারেকসহ একাধিক সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বাংলাদেশের এ বিরল অর্জনের ওপর আলোচনা সভা ছাড়াও স্বল্প দৈর্ঘ্যরে ভিডিও চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।