Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ স্নানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ৩:৫৪ পিএম

বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে এসে পানিতে ডুবে শুভ (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (২৫ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।শুভ নওগাঁর নেয়ামতপুরের দড়িলাপুর এলাকার দুলাল চন্দ্র দাসের ছেলে। সে নওগাঁ থেকে তার চাচা সাগর চন্দ্র দাসের সঙ্গে পুণ্যার্থী হিসেবে স্নান করতে এসেছিলো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টায় শুভ বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের বাসনকালী ঘাটে স্নান করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ১১টায় তার মরদেহ উদ্ধার করে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল জানান, শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ তার গ্রামে পাঠানোর ব্যবস্থা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ