Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচকদের ওয়ার্নের গুগলি

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচকদের একহাত নিলেন শেন ওয়ার্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং ও বোলিং লাইনআপ সাজানোর কড়া সমালোচনা করেছেন দেশটির এই স্পিন কিংবদন্তি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে বাঁচা-মরার ম্যাচে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে অসিদের শিরোপার অপেক্ষাটাও আরো চার বছর দীর্ঘ হয়েছে। শেন ওয়ার্ন মনে করছেন, ভুল দল নির্বাচনের কারণেই সুপার টেন থেকে বিদায় নিয়েছে স্টিভেন স্মিথের দল, ‘প্রথমত আমার মতে অস্ট্রেলিয়ার দল নির্বাচন সঠিক ছিল না। আমরা মোটেই সঠিক পথে হাঁটিনি। মূল কথা হলো আমরা মোটেই ভালো খেলতে পারিনি। এটাই চরম সত্যি।’ ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটি ভেঙে উসমান খাজাকে ওপেনিংয়ে খেলানোটা ঠিক হয়নি বলে মনে করছেন ওয়ার্ন, ‘আমি মনে করি ফিঞ্চ ও ওয়ার্নারের ওপেনিং জুটি ভাঙা উচিত হয়নি। এটা দলের ভারসাম্য নষ্ট করেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচকদের ওয়ার্নের গুগলি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ