প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: স¤প্রতি একটি টিভি শো-তে পোশাক নিয়ে মন্তব্য করে সমালোচনায় পড়েছেন মোশাররফ করিম। সমালোচনার মুখে এ ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন। জাগো বাংলাদেশ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন মোশাররফ করিম। এর সা¤প্রতিক একটি পর্বের আলোচনার বিষয় ছিল ধর্ষণ। সেখানে ধর্ষণের শিকার নারীর পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়। অনুষ্ঠানটি প্রচারের পর অনেকেই অভিনেতার বিরুদ্ধে ধর্মীয় অনুভ‚তিতে আঘাত হানার অভিযোগ তোলেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষিতে তিনি দুঃখ প্রকাশ করেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। সেখানে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। মোশাররফ লিখেন, চ্যানেল ২৪-এর আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি, তা হয়ত পরিষ্কার হয়নি। তিনি বলেন, আমি পোশাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভ‚তিতে আঘাত করা আমার অভিপ্রায় ছিল না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন। যুক্তরাষ্ট্রের আলোচিত টিভি শো টেডএক্স ও ভারতের সত্যমেভ জয়তে থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে জাগো বাংলাদেশ। চ্যানেল টোয়েন্টিফোরে প্রচার হয় শনিবার রাত সাড়ে ৮টায়। ইতোমধ্যে এর ১৩টি পর্ব ধারণ করা হয়েছে। বিষয়ের মধ্যে রয়েছে নারী নির্যাতন, শিশু ধর্ষণ, অটিজম, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, মেয়েদের ঋতুকালীন সমস্যা, যানজট, বৃহন্নলা ও পরিবেশ দূষণ। অনুষ্ঠানটি পরিচালনা করছেন আরিফ এ আহনাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।