Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকের বাজারমূল্য কমেছে ৫৮ বিলিয়ন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১:০৭ পিএম

তথ্য কেলেঙ্কারির মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৫৮ বিলিয়ন ইউএস ডলার বাজারমূল্য হারিয়েছে ফেসবুক। শুক্রবার সামাজিক এই মাধ্যমটির শেয়ারমূল্য ১৭৮ দশমিক ৮০ থেকে কমে ১৫৯ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগের পর থেকেই তাদের শেয়ারে ধ্বস নামে।
এদিকে অভিযোগের সত্যতা প্রমাণের পর ব্যক্তিগতভাবে সবার সামনে এসে ক্ষমা চান ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তবে তার ক্ষমা চাওয়া তেমন ফলপ্রসূতা এনে দিতে পারেনি ফেসবুকের শেয়ার বাজারে। ক্ষুদ্ধ বিনিয়োগকারীরা লোকসানের আশঙ্কায় এরই মধ্যে বিক্রি করেছেন অনেক শেয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ