Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরী প্রতিযোগিতা কুইন অব সাউথ এশিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নতুন শিল্পী তৈরির লক্ষ্যে নির্মিত হয়েছে সাউথ এশিয়ান বিউটি কনটেস্ট ‘ওলিলা গ্লাস ওয়্যার কুইন অব সাউথ এশিয়া’। এটিএন বাংলা, এটিএন ইভেন্টস এবং ফ্যাব কমিউনিকেশনস এর যৌথ আয়োজনে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা এবং নেপালের প্রতিযোগীদের নিয়ে নির্মিত হয় এই সুন্দরী প্রগিযোগিতা। পাঁচ দেশের কয়েক হাজার প্রতিযোগী এ আয়োজনে রেজিস্ট্রেশন করে। নিজ নিজ দেশে অডিশন, প্রাথমিক বাছাই এবং গ্রুমিং শেষে কান্ট্রি ফাইনালের জন্য সেরা প্রতিযোগী বাছাই করা হচ্ছে। বাংলাদেশে অংশগ্রহণকারীদের নাচ, অভিনয়, ক্যাটওয়াকসহ বিভিন্নভাবে যোগত্যায় বিচারকদের রায়ে নির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্রুমিং সেশন। গ্রুমিং পরিচালনা করেন তানিয়া আহমেদ, ফেরদৌস, ফারনাজ আলম এবং সানজিদা আরেফিন হক লুনা। গ্রুমিং সেশনে অংশ নেয়া প্রতিযোগীদের থেকে ধাপে ধাপে নির্বাচিত হবেন দেশ সেরা প্রতিযোগী। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশগুলোর দেশ সেরা প্রতিযোগীদের নিয়ে আগামী ৫ মে নেপালে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল পর্ব যা এটিএন বাংলা সরাসরি সমপ্রচার করবে। অনুষ্ঠানটির ১২টি পর্ব প্রতি শুক্র ও শনিবার, রাত ৮টায় প্রচার হবে এটিএন বাংলায়। এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ড. মাহফুজুর রহমান, চিফ কো অর্ডিনেটর সাজেদুর রহমান মুনিম, ইভেন্ট কো অর্ডিনেটর হৃদয় নন্দিতা হৃদি, প্রোগ্রাম কো অর্ডিনেটর সানজিদা আরেফিন হক লুনা। অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন নিরব, লিন্ডালিও এবং সুস্মিতা শার্লিন। পরিচালনা করেছেন নাদিমুল হক। উল্লেখ্য ‘কুইন অব সাউথ এশিয়া’র মুকুট বিজয়ীর জন্য প্রাইজ মানি হিসেবে থাকছে ১০ হাজার ডলার। পাশাপাশি প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন ৭ হাজার ও ৫ হাজার ডলার। সেই সাথে বাংলাদেশের সেরা ৮ প্রতিযোগীর জন্য থাকছে মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানী লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ।
ছবিঃ কুইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিযোগিতা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ