Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ৯:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।এ প্রতিযোগিতা মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।অনুষ্ঠান শেষে তিনি ১০ জন বিজয়ীর মাঝে নগদ ৩০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট এবং হেলথ কার্ড প্রদান করেন।

টাস্টের সভাপতি মো. জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে ও রবিন সাইফের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানার ওসি (তদন্ত) নূরে আলম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক মাহাবুব আলম লিটন, ট্রাস্টের সমন্বয়ক রিফাতুল হক প্রমুখ। উল্লেখ্য, ট্রাস্টের উদ্যোগে বছরব্যাপী নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৫টি মাদ্রাসার ১১০০ শিক্ষার্থী উপজেলর ৭ টি ভেন্যুতে এ প্রতিযোগিতায় অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ