রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সংসদের ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৈত্রি গ্রুপের সভাপতি বজলুল হক হারুন বলেছেন, মার্চ মাস বাঙালির জাতীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। এ মাসের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। আল্লাহ রাব্বুল আলামিন ৭ মার্চের ভাষণের জন্য আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে দুনিয়ায় পঠিয়েছেন, তিনি ইসলামিক ফাউন্ডেশন, কাকরাইল মসজিদ এবং বাইতুল মোকাররমসহ ইসলামিক আদর্শ গড়ে তোলার পথপ্রদর্শক ছিলেন। বর্তমান সরকার কওমি মাদরাসার ১০১০ জনকে সরকারি চাকরিতে নিয়োগ দিয়েছে। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক। উন্নয়নের রূপকার আওয়ামী লীগ সরকার। এ সরকারের আমলে সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। দেশের উন্নয়নের জন্য আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। তিনি ইসলামিক ফাউন্ডেশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বল্পন্নোত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার বিকালে কানুদাসকাঠী ইসলামী কমপ্লেক্স সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশন ঝালকাঠির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বজলুল হক হারুন এমপি এ কথা বলেন। অনুষ্ঠানে ইসলামিক মিশন ঝালকাঠি, সিনিয়র মেডিক্যাল অফিসার ডাক্তার আ. রকিব বিশ্বাস-এর সভাপত্তিত্বে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি উপ-পরিচালক মো. মশিউর রহমান, তত্তাবধায়ক ডা. খালিদ আল আজম, কানুদাসকাঠী ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ. রাজ্জাক, চাড়াখালী আজিজিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুল হক, ঝালকাঠি জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফয়জুর রব আজাদ প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন কানুদাসকাঠী হাফিজি মাদরাসার মোহতামিম আলহাজ মাওলানা আ. রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।