Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দিন পর সিলেট ছাড়লেন মেয়র আরিফ

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : তিন দিন পর ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বহিষ্কৃত) আরিফুল হক চৌধুরী। গতকাল শুক্রবার বিকালে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। এর আগে গত মঙ্গলবার দুই দিনের জন্য সিলেট এসেছিলেন কারামুক্ত ওই মেয়র। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। পরে দলীয় নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন আরিফ। ডাক্তার তাকে দু’দিনের জন্য ছুটি দেন। সেই প্রেক্ষিতেই গত মঙ্গলবার সকালে তিনি সিলেট আসেন। সিলেট এসেই তিনি বাসায় না গিয়ে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে তার অসুস্থ মা আমেনা খাতুনকে দেখতে যান। মায়ের সঙ্গে সাক্ষাত শেষে তিনি মাউন্ড এডোরা হাসপাতালেই চিকিৎসা নেন। এছাড়াও গত বুধবার তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হাজিরা দিতে সিলেট দ্রæত বিচার আদালতে উপস্থিত হন। পরে তিনি পুনরায় হাসপাতালে চলে যান। সেখানে গিয়ে অসুস্থ মায়ের সঙ্গে রাত যাপন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন দিন পর সিলেট ছাড়লেন মেয়র আরিফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ