Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৈয়বিয়া সুন্নিয়া মাদরাসার সালানা জলসা সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পটিয়ার হিলছিয়া-হাতিয়ারঘোনা কাজী এবাদউল্লাহ শাহ (রহ.)’র বার্ষিক ওরশ ও তৈয়বিয়া সুন্নিয়া মাদরাসার সালানা জলসা গতকাল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আবদুল মোনাফ সওদাগরের সভাপতিত্বে সালানা জলসায় প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার। প্রধান বক্তা ছিলেন শোভনদন্ডী ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মালেক। বক্তব্য রাখেন কাজীর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রাজনীতিবিদ নুরুল ইসলাম, গাউছিয়া কমিটি দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল সামাদ সওদাগর, সম্পাদক আহমদ হোসেন, গাউছিয়া কমিটির ইকবাল হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক নুরুল আবসার, শাহ আলম ভান্ডারী, নুরুল হাকিম, আবুল কালাম, আহমদ নবী, মাদরাসার সুপার মাওলানা নাজিম উদ্দিন প্রমুখ। ওরশের কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ