Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরমোনাই কামিল মাদরাসা আলিম বোর্ড পরীক্ষায় ফলাফলের শীর্ষে

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসায় ২০২১ ইং সালেও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় বরাবরের মতো ঈর্ষণীয় ফলাফল করেছে। এ বছর আলিম পরীক্ষায় এ প্লাস ১৩ জন, এ গ্রেড ৯৪ জন, এ মাইনাস ৪৯ জন, বি গ্রেড ১০ জনসহ ১৬৬ জন সবাই উত্তীর্ণ হয়। এ বছর ফলাফলে কোনো ফেল নেই, এমনকি সি গ্রেডও নেই। আল্লাহ ওয়ালাদের পরিচালিত চরমোনাই মাদরাসা বাংলাদেশের শীর্ষ স্থানীয় মাদরাসাগুলোর মধ্যে ফলাফলের গৌরব ধরে রেখেছে। এ ফলাফলের জন্য অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন এবং মাদরাসার সকল শিক্ষক, কর্মচারী, গভর্নিং বডি ও অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০১৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ মাদরাসাটি বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে। এ মাদরাসার ছাত্রদের পড়াশোনা, আমল-আখলাক অত্যন্ত গতিশীল, মেধাবী ও চরিত্রবান ছাত্রদের সমারোহ, মেধা-বিকাশের উপযুক্ত ও সেরা স্থান। উল্লেখ্য, চরমোনাই মাদরাসায় দাখিল শাখায় কারিগরি, বিজ্ঞান, আলিমে বিজ্ঞান, ফাজিলে তিন বিষয়ে (আল কোরআন, আল হাদীস ও ইসলামের ইতিহাস) অনার্স কোর্স ও কামিলে হাদীস, তাফসির ও ফিকহ বিভাগ চালু আছে। অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাদরাসার উনড়বতি কামনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরমোনাই কামিল মাদরাসা আলিম বোর্ড পরীক্ষায় ফলাফলের শীর্ষে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ