Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

৩০৮ শিক্ষককে এমপিওভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিভিন্ন জেলার ৩০৮ শিক্ষককে এমপিওভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক কয়েকটি রিটের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। পরে ছিদ্দিক উল্যাহ মিয়া বলেন, শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ) শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা অনুযায়ী বেতন প্রদান করে থাকে। এ নীতিমালার ৫নং শর্তে এমপিও ভুক্তির সকল শর্তের কথা উল্লেখ রয়েছে। কেবল মাত্র ওই সব শর্ত পূরণ করলেই কর্তৃপক্ষ এমপিও দিয়ে থাকে। তবে আবেদনকারীরা নীতিমালার সব শর্ত পূরণ করলেও এমপিও পায়নি। তাই এমপিও ভুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন নেকবর হোসাইন, মো. সাইফুল ইসলাম, কেএম ইকবাল হোসেন, মো. রনজু আহমেদসহ বিভিন্ন স্কুল-কলেজের ৩০৮ শিক্ষক-শিক্ষিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ