Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামি হাসানের স্ত্রীর জবানবন্দি

ডিবির পরিদর্শক হত্যা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জালাল উদ্দীন নিহতের ঘটনায় মামলার আসামি মো. হাসান মাহমুদের স্ত্রী তানিয়া বেগম আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. ওয়াহিদুজ্জামান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. খুরশীদ আলম তার জবানবন্দি রেকর্ড করেন।
সূত্র জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তানিয়া বেগম জানান, ঘটনার দিন রাতে হাসানের বন্ধু মানিক বাসায় আড্ডা দিতে আসেন। তারা দুজন বাসার দ্বিতীয় তলায় ছাদের ওপর আড্ডা দিতে থাকেন। আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে পর পর দুটি গুলির শব্দ শুনতে পান তিনি। এরপর দৌড় দিয়ে ছাদে গিয়ে তার স্বামী হাসানের হাতে অস্ত্র দেখতে পান। গুলি করার পরপরই হাসান ও তার বন্ধু মানিক বাড়ির ছাদের দক্ষিণ পাশের সানসেট দিয়ে পালিয়ে যান। এর আগে এদিন মামলার এজাহার আদালতে পৌঁছালে একই আদালত আগামী ৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। উল্লেখ গত ১৯ মার্চ মধ্যরাতে মধ্য পীরেরবাগ এলাকায় আলিমুদ্দিন স্কুল সংলগ্ন ১০৫/এ/১ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় মাথায় গুলিবিদ্ধ হন ইন্সপেক্টর জালাল। পরে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে তাকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান। বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই ঘটনায় গত ২১ মার্চ মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন ডিবির এসআই শামীম আহমেদ। মামলায় মো. হাসান মাহমুদসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জবানবন্দি

১৬ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ