Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে মামলার বাদী পক্ষকে মারধর শিশুসহ আহত ৪

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মামলা প্রত্যাহার না করা বাদী পক্ষকে মারপিট করেছে আসামীরা। মারপিটে ৭ মাসের শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে।
জানা গেছে, উপজেলা শান্তিরাম (কালিয়ার ছিড়া) গ্রামের তমর উদ্দিনের ছেলে মমিনুল ইসলামের সাথে একই গ্রামের নওশের আলী ও আতোয়ার গংদের জমির সীমানা ও গাছ কাটার বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মমিনুলের দায়েরকৃত ২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলা ২টির আসামীরা গত কয়েকদিন থেকে মামলা প্রত্যাহারের জন্য বাদী চাপ সৃষ্টি করে আসছিল। কিন্তু বাদী মামলা প্রত্যাহার না করায় আসামীরা জোটবন্ধ হয়ে গত ১৯ মার্চ সকালে বাদীর বাড়িতে হামলা চালিয়ে ঘর-দুয়ার ভাংচুর করে এসময় বাঁধা প্রদান করায় তারা মহিলা ও শিশুদের মারপিট করে শ্লীলতাহানী ঘটায় এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। আহরা হলেন- মনজু মিয়া, খুশি বেগম, লাভলী বেগম ও তার ৭ মাসের শিশু ময়না আক্তার। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মমিনুল থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ