Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিমোট কন্ট্রোল সাঁজোয়া ট্যাঙ্ক আনছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

যুদ্ধক্ষেত্রে রিমোট কন্ট্রোল ট্যাঙ্ক হলিউডের মুভিতে হরহামেশাই দেখা যায়। কিন্তু বাস্তবে কোন দেশে এখনও এ ধরনের ট্যাঙ্কের অস্তিত্ব পাওয়া যায়নি। যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে কন্ট্রোলরুমে বসে রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় এসব ট্যাঙ্ক। এবার বাস্তবেই এমন অত্যাধুনিক সাঁজোয়া ট্যাঙ্ক আনছে চীন। চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ‘আনম্যানড ট্যাঙ্ক’ আবিষ্কার করেছে। শুধু এরকম গ্রাউন্ড যান নয়, মানুষ ছাড়াও উড়বে এমন এরিয়াল যান বা সহজে বললে ড্রোনও এখন বেইজিংয়ের সামরিক সরঞ্জাম ভান্ডারে রয়েছে। স্যাটেলাইট, এয়ারক্রাফট বা সাবমেরিন থেকে এসব ট্যাঙ্ক বা ড্রোন পরিচালনা করা যাবে। সরকারি টিভি চ্যানেলে এসব ট্যাঙ্কের সামরিক মহড়ার ফুটেজও দেখানো হয়েছে। গ্লোবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমোট কন্ট্রোল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ