Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচার বিমুখ সাংস্কৃতিক প্রতিভা বিকাশে কাজ করছি : সাজু আহমেদ

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

তরুণ সাংবাদিক, অভিনেতা, নির্মাতা ও সংগঠক সাজু আহমেদ। ঢাকা মৌলিক নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া মৌলিক কমিউনিকেশন নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। প্রতিভাবান সাজু আহমেদ তার সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন। নাটক নির্দেশনার পাশাপাশি অভিনয়ে ব্যস্ততা প্রসঙ্গে সাজু আহমেদ বলেন, সাংবাদিকতার পাশাপাশি আমার থিয়েটার সংগঠন ঢাকা মৌলিক নাট্যদল নিয়েই মূল ব্যস্ততা। এর বাইরে টিভি নাটকে নিয়মিতভাবে অভিনয় করছি। ধারাবাহিক নাটকের মধ্যে জি এম সৈকতের এটিএনবাংলার ‘ডিবি’, এসএম শাহীন পরিচালিত বগুড়ার আঞ্চলিক ভাষার নাটক ‘সোনাভান’ দেওয়ান নাজমুলের ‘সুয়োরানী দুয়োরানী’ এবং এইচ আর অনিকের একটি ঈদের ধারাবাহিক নাটকে কাজ করছি। এছাড়া এইচ আর অনিকের মুক্তিযুদ্ধেও একটি টেলিফিল্মে অভিনয় করলাম সম্প্রতি যেটি আগামী ২৬ মার্চ একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। দেওয়ান নাজমুলের ‘বিন্নি ধানের খই’ নামে একটি এক ঘন্টার নাটকে অভিনয়ে কথা হচ্ছে। পাশাপাশি সোহেল রানা বয়াতি ‘শরীরবৃত্তীয়’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করছি। মূলত নাটকে অভিনয় নিয়েই এখন আমার ব্যস্ততা। মঞ্চে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, কতগুলো নাটকে অভিনয় করেছি তার সবগুলোর কথা বলতে পারব না। তবে আমার জেলা বগুড়ার সোনাতলা থিয়েটারের হয়ে মঞ্চ নাটক ‘সুবচন নির্বাসনে’, পথ নাটক ‘ফেরারি নিশান’, ‘পাথর’, ‘পাবলিক সার্ভেন্ট’, ‘হয়তো নয়তো’, ‘মড়া’, ‘হল্লাবোল’ ইত্যাদি দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছি। এর মধ্যে বেশ কয়েকটি নাটক নির্দেশনা দিয়েছি। তবে বগুড়া আযিযুল হক কলেজ থিয়েটারের হয়ে আব্দুল্লাহ আল মামুনের ‘সেনাপতি’ নাটকে অভিনয় করি। এ নাটকটি নাটকের প্রতি আকৃষ্ট হওয়ার অন্যতম সূত্র। নাটকটির নির্দেশনা দিয়েছিলেন বগুড়ার প্রখ্যাত নাট্যজন আমার নাট্যগুরু তৌফিক হাসান ময়না। টিভি নাটকে অভিনয় করলেও মঞ্চকেই বেশি প্রাধানা দেই। তিনি বলেন, মঞ্চে প্রায় ১৫টি নাটক নির্দেশনা দিয়েছি। আমি নির্দেশনাটা খুবই উপভোগ করি। সাজুর গড়ে তোলা মৌলিক কমিউনিকেশনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, আমি প্রায় দেড় যুগ ধরে সাংবাদিকতা করছি। আমার উপলব্ধি হচ্ছে, আমাদের দেশে অনেক সাংস্কৃতিক প্রতিভা আছে, যারা অনেকটাই প্রচার বিমুখ। আবার অনেকেই আছেন যারা অল্প কিছু কাজ করেই মিডিয়ার প্রচারের আলোয় আসতে দৌড়ঝাপ করেন। আমি মনে করি, যে সব মানুষ প্রকৃতপক্ষে প্রতিভাবান এবং অপেক্ষাকৃত প্রচারের আলোয় আসেন না, তাদের নিয়ে কিছু করা উচিৎ। তাই এই ধরণের প্রতিভাকে খুঁজে বের করে তাকে নিয়ে এই প্রতিষ্ঠানের ব্যানারে অনুষ্ঠানের আয়োজন এবং তার কাভারেজ দেয়ার মাধ্যমে তাকে উৎসাহিত করার চেষ্টা করি। ঢাকা মৌলিক নাট্যদলের কাজ প্রসঙ্গে সাজু বলেন, আমাদের নিয়মিত প্রযোজনা ‘বৃত্তে বিপ্রতীপ’, ‘অংকুর’ এবং ‘সুবচন নির্বাসনে’ নাটকের নিয়মিত মঞ্চায়ন করছি। পাশাপাশি নতুন আরও তিনটি নাটক এ বছর মঞ্চে আনছি। আশা করছি, নাটক তিনটির মাধ্যমে দর্শক চাহিদা পূরণ করতে পারবো। ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে গিয়ে সাজু আহমেদ বলেন, ছোটবেলা থেকে এক ধরণের অবহেলার পরিবেশে বেড়ে উঠেছি। তাই নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করেছি, সংস্কৃতির সব অঙ্গণে বিচরণ করব। সে লক্ষ্যেই নিজেকে প্রতিনিয়ত তৈরি করছি। এ জন্য ঢাকা মৌলিক নাট্যদল এবং মৌলিক কমিউনিকেশনের বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে নিজেকে এগিয়ে নিচ্ছি। সমাজ, দেশ এবং মানুষের জন্য কিছু করতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংস্কৃতিক

২৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ