রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেটকারসহ ২২ বোতল ফেনসিডিল জব্দ করেছে থানা পুলিশ। এ সময় কার মালিকসহ তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। গতকাল শহরের উপজেলা রোডের পার্কমোড় থেকে কার ও ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ছ-১১-১৬৮৩ নম্বরের প্রাইভেট কার উপজেলা রোডের পার্কমোড়ে অবস্থান করছে এবং ওই কারে ফেনসিডিল রয়েছে। এমন সংবাদে থানা পুলিশের একটি দল সেখানে হাজির হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কারে থাকা তিনজন কারটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে প্রাইভেট কারটির গতিরোধ করে তিনজনকে আটক ও কারটি তল্লাশি করে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- নীলফামারী শহরের সবুজপাড়ার ব্যবসায়ী মুশফিকুর রহমান (৪০), কর্মচারি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার মো. মুসলিম (৩০) ও প্রাইভেটকার চালক নীলফামারীর মোরসালিন (৩৫)। পরে উদ্ধার করা ফেনসিডিল ও কারসহ আটক তিনজনকে থানায় আনা হয়।
সৈয়দপুর থানার ওসি মো. শাহাজাহান পাশা তিনজনকে আটকসহ ফেনসিডিল ও প্রাইভেটকার জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।