বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামের ঈদগাহ মাঠের পাশে মশিউর রহমান শিপন (২৫) নামে এক পোল্ট্রি খামারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিপন পার্শ্ববর্তী হাজিপুর গ্রামের আশরাফ হোসেন বরুনের ছেলে।
আজ বুধবার সকালে গ্রামের বাইরের দিকে ঈদগাঁ পার্শ্ববর্তী একটি বেগুন ক্ষেতের পাশে শিপনের লাশ উদ্ধার করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান- সকালে গ্রামের বাইরের দিকে ঈদগাঁ পার্শ্ববর্তী একটি বেগুন ক্ষেতের পাশে শিপনের লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের গলায় রক্তাক্ত জখম রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে ফেলে গেছে তা তদন্ত করে বের করা হবে। ঘটনাস্থলের নিকট থেকে শিপনের ব্যবহৃত একটি লাল রংয়ের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
নিহত শিপন মঙ্গলবার সন্ধ্যা থেকেই নিখোজ ছিল বলে তার চাচা জানান।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ৫টি মোটরসাইকেল যোগে ওই মাঠের দিকে কিছু অপরিচিত যুবককে যেতে দেখা যায়। এর আগেও ওই এলাকায় লাশ পাওয়া গেছে। সন্ধ্যার পর বিভিন্ন গ্রামের যুবকরা ওই এলাকায় নিয়মিত নেশার আড্ডা বসায়।
লাশের ময়না তদন্তের জন্য পুলিশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।