Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে অপহৃত ২ নেত্রীর মুক্তির দাবিতে অবরোধ

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১১:৪০ এএম

অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।
আজ বুধবার সকালে অবরোধের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে পিকেটিং করছেন ইউপিডিএফর নেতাকর্মীরা।
অবরোধের কারণে সকালে পুলিশ প্রহরায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো শহরে প্রবেশ করলেও জেলার আভ্যন্তরীণ ও দূরপাল্লা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এতে সাধারণ জনগণ পড়েছে চরম ভোগান্তিতে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ির আবাসিক এলাকা থেকে দুই নারী মন্টি চাকমা ও দয়া সোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমা পায়ে গুলিবিদ্ধ হন।
এ ঘটনার প্রতিবাদে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, অবরোধের কারণে এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবরোধ

২০ সেপ্টেম্বর, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ