Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ডিএসইতে প্রধান সূচক ১৪ সিএসইতে কমেছে ১০ পয়েন্ট

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৪ দশমিক ৮৫ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৭২ পয়েন্ট কমেছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২৫৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৫২৪ কোটি ৭৩ লাখ টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৪১ কোটি ৭১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫২৪ কোটি ৭৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৮৩ কোটি ২ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট কমে এক হাজার ৩৩৩ পয়েন্টে এবং ২ দশমিক ৯৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১০২ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি, কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড, ডোরেন পাওয়ার জেনারেশনস, ওয়াটা কেমিক্যালস, মনো সিরামিক, স্কয়ার ফার্মা, এসিআই, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৬ কোটি ৫১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ১৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৭২ পয়েন্ট কমে ১০ হাজার ৫৩৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৪৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৩ হাজার ১৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১২৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড, বেক্সিমকো, পপুলার লাইফ ফার্স্ট মিচুয়াল ফান্ড, স্যালভো কেমিক্যাল, জেনারেশন নেক্সট, কেয়া কসমেটিকস, বিবিএস ক্যাবলস, লাফার্জ হোলসিম এবং লংকা-বাংলা ফাইন্যান্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসই

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ