Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ শফিউল আলম বাবুর জন্মদিন

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: আজ জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শফিউল আলম বাবু’র জন্মদিন। আজকের এই দিনে তিনি চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন। দিনটি বাবু’র জন্য আনন্দ ও বিষাদের। কারণ, এই দিনেই তিনি তার বাবা এছহাক পাটোয়ারী’কে হারিয়েছেন। শৈশব থেকেই বাবু তার হৃদয়ে সংস্কৃতিকে লালন করছেন। চাঁদপুর বর্ণচোরা নাট্যগোষ্ঠীর মাধ্যমে তার সংস্কৃতি জগতে পদার্পন। দীর্ঘ এই পথচলায় সংস্কৃতি অঙ্গনের নানা শাখায় বিচরন করেছেন। আবৃত্তি, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়, উপস্থাপনা, মূকাভিনয়, পাপেট শো, বিজ্ঞাপন ও প্রতিবেদনে কন্ঠদান, বিদেশী ছবি ও সিরিয়ালের ডাবিংয়ের সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশ টেলিভিশনে উপস্থাপনায় ১৯৯৬ এবং অভিনয়ে ১৯৯৯ সালে তালিকাভূক্ত হয়ে ১৯৯৯ সালে বিটিভি’র ম্যাগাজিন অনুষ্ঠান ‘সপ্তডিঙা’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন। সেই থেকে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। উপস্থাপনা ও অভিনয়ের জন্য অর্জন করেছেন বাচসাস, বাবিসাসসহ অর্ধশতাধিক সন্মাননা। উপস্থাপনা ও ইভেন্ট ম্যানেজমেন্ট-এর জন্য আমেরিকা, অষ্ট্রেলিয়াসহ পৃথিরীর প্রায় ১৮টি দেশ ভ্রমন করেছেন। বিনয়ী চরিত্রের অধিকারী বাবু তার চমৎকার বাচনশৈলী দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন। জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ