Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মজিদ সভাপতি কামাল সাধারণ সম্পাদক

শিবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে শিবগঞ্জ ডাকবাংলোতে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে দৈনিক সংবাদের প্রতিনিধি মো. আব্দুল মজিদকে সভাপতি ও দৈনিক ইনকিলাব ও দৈনিক সোনালী সংবাদের প্রতিনিধি মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছর মেয়াদী ৯ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হারুন অর রশিদ টুকু (দৈনিক ভোরের ডাক), সহ-সাধারন সম্পাদক জামাল হোসেন পলাশ (ডেইলি অবজারভার), কোষাধ্যক্ষ আমিনুল হক সোনা (দীপ্ত টিভি ও দৈনিক যায়যায়দিন), দপ্তর-প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. তারেক রহমান (মোহনা টিভি ও দৈনিক মানবজমিন), কার্যনিবার্হী কমিটির অন্য তিন সদস্য হলেন, মো. আহসান হাবিব (এসএ টিভি ও দৈনিক কালের কণ্ঠ), মো. জালাল উদ্দিন (দৈনিক নয়াদিগন্ত), একেএস রোকন (একাত্তর টিভি ও দৈনিক সমকাল)। এরআগে আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মমিনুল ইসলাম বাবু (দৈনিক দিনকাল), আতিক ইসলাম সিকো (দৈনিক ভোরের কাগজ), শহিদুল ইসলাম খোকন (দৈনিক চাঁপাই চিত্র), জাহিদ হাসান মাহমুদ মিম্পা (চাঁপাই বার্তা ও দৈনিক বাংলাদেশের খবর), বারিউল ইসলাম (দৈনিক উপচার), আবদুল কাদির (দৈনিক ডেসটিনি), হাবিবুল বারি (দৈনিক নবচেতনা) ও আমিনুল হক (দৈনিক খবরপত্র)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্পাদক

২৭ জানুয়ারি, ২০২৩
১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ