বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত বিমানে নিহত গাজীপুরের শ্রীপুরের ফারুক হোসেন প্রিয়ক ও তার মেয়ে প্রিয়ন্ময়ী তামাররার নামাজের জানাজা শেষে বাড়ির সামনে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় আবদুল আউয়াল কলেজ মাঠে তৃতীয় ও নগরহাওলা গ্রামে সকাল ১১টায় চতুর্থ জানাজা হয়েছে। এ সময় বাবা-মেয়ের আলাদা দুটি জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয়ক-প্রিয়ন্ময়ীর জানাজায় হাজারো মানুষে ঢল নামে। আশপাশের সাধারণ মানুষ ছুটে আসেন বিমান বিধ্বস্তে নিহত এই বাবা-মেয়ের জানাজায়।
এর আগে প্রিয়কের শিক্ষাপ্রতিষ্ঠান আবদুল আউয়াল কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে রেখে শ্রদ্ধাঞ্জলি জানায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তারসহ সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, গত ১২ই মার্চ সোমবার নেপালে বিমান বিধ্বস্তে ফারুক হোসেন প্রিয়ক ও তার শিশু কন্যা প্রিয়ন্ময়ী নিহত হয়।
এ ঘটনায় আহত হয় প্রিয়কের স্ত্রী আলমুন নাহার এ্যানি, মামাতো ভাই মেহেদী হাসান ও তার স্ত্রী কামরুন নাহার স্বর্ণা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।